বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

শিবিরের অফিস থেকে বিপুল পরিমান জঙ্গি বই উদ্ধার!

খবরঃ শিবিরের অফিস থেকে বিপুল পরিমান জঙ্গি বই উদ্ধার!
-----------------

সাংবাদিকঃ জঙ্গি বইয়ের তালিকায় কোন কোন বই ছিল?

পুলিশ অফিসারঃ কয়েক হাজার ক্যালেন্ডার ছিল...

সাংবাদিকঃ ক্যালেন্ডার জঙ্গি বই হয় কিভাবে?

পুলিশ অফিসারঃ দেখেন প্রতি মাসে ৪ দিন করে লাল কালিতে লেখা, মানে ঐদিন তারা নাশকতার পরিকল্পনা করছিল..

সাংবাদিকঃ দেখি দেখি, আরে এতো শুক্রবার, লাল কালি দিয়ে ছুটির দিন বুঝানো হইছে....

পুলিশ অফিসারঃ দেখেন এখানে এক নাগাড়ে ৫ দিন লাল দাগ দেওয়া, একটানা কী শুক্রবার আসে?

সাংবাদিকঃ দেখি, আরে এটাতো জুলাই মাস, ঈদুল ফিতরের ৫ দিন ছুটি....

পুলিশ অফিসারঃ কনষ্টেবল,
এই শালারেও ধর, এইটাও জঙ্গি।

প্রতি মুহুর্তের ব্রেকিং পেতে ফেসবুক পেজে লাইক দিন: সময়ের সাহসী কন্ঠস্বর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন